Khoborerchokh logo

গাজীপুরে পোশাক কর্মীকে বাসচাপায় হত্যার আসামীকে গ্রেফতার করেছে,পিবিআই গাজীপুর 86 0

Khoborerchokh logo

গাজীপুরে পোশাক কর্মীকে বাসচাপায় হত্যার আসামীকে গ্রেফতার করেছে,পিবিআই- গাজীপুর


আলমগীর কবীর:

গত ৩০ জুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকার ইন্টারস্টপ পোশাক কারখানার সামনে ওই কারখানার কর্মী পারভীন বেগমকে (৪৫) ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন। 
স্থানীয়রা এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এঘটনায় নিহতের  ননদ মোর্শেদা বেগম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে ওই গাড়ির অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে “চূড়ান্ত রিপোর্ট সত্য” দাখিল করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত স্ব-প্রণোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুরকে আদেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে পিবিআই’র তদন্ত কর্মকর্তা ওই ঘাতক বাসটির অজ্ঞাতনামা চালককে সনাক্ত করেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ওই চালক মোস্তাক মিয়াকে (৪৩) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এর প্রেক্ষিতে ঘটনার প্রায় ৭মাস পর চালককে গ্রেফতার ও পারভীন বেগম হত্যার রহস্য উন্মোচন হয়েছে।  



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com